গীত 80:15 - পবিত্র বাইবেল15 হে ঈশ্বর, নিজ হাতে যে দ্রাক্ষালতা আপনি লাগিয়েছিলেন, তার দিকে দেখুন। যে চারাগাছকে আপনি বড় হতে দিয়েছেন তার দিকে দেখুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তোমার ডান হাত দিয়ে যে চারা রোপন করেছ, সেই চারার তত্ত্ব কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তোমার ডান হাত যার শিকড় বুনেছে, এই ছেলেকে তুমি নিজের জন্য বড়ো করে তুলেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তুমি আপন হাতে যাকে করেছ রোপণ, রক্ষা কর তাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 রক্ষা কর তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপন করিয়াছে, আর সেই পুত্রকে, যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 রক্ষা কর তা, যা তোমার দক্ষিণে হাত রোপণ করেছেন, আর সেই পুত্রকে, যাকে তুমি নিজের জন্য সবল করছ। অধ্যায় দেখুন |