গীত 8:2 - পবিত্র বাইবেল2 শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে। আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে শক্তির ভিত্তিমূল স্থাপন করেছ, তোমার বৈরিদের হেতুই করেছ, যেন দুশমন ও বিপক্ষকে ক্ষান্ত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে, তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে, তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 বিদ্বেষীদের স্তব্ধ করার জন্য শত্রুদের নির্বাক করার জন্য, তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ তোমার প্রশংসায় করেছ মুখর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ, তোমার বৈরিগণহেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তুমি শিশু ও নাবালকদের মুখ থেকে প্রশংসা সৃষ্টি করেছ কারণ তোমার বিরোধীদের জন্যই তা করেছ, অধ্যায় দেখুন |