গীত 78:69 - পবিত্র বাইবেল69 সেই পাহাড়ের উঁচু জায়গায় ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করলেন। পৃথিবীর মত তিনি তাঁর মন্দির চিরকালের জন্য স্থাপন করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস69 তিনি তাঁর এবাদতখানা নির্মাণ করলেন, উঁচু আসমানের মত, দুনিয়ার মত, যা তিনি চিরতরে স্থাপন করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ69 উচ্চ শিখরের মতো তাঁর পবিত্রস্থান তিনি নির্মাণ করলেন, জগতের মতো যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)69 যেন স্বর্গলোক তাঁর সুরম্য নিকেতন, পৃথিবীর মত চিরস্থায়ী সুদৃঢ় ভিত্তি যার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)69 তিনি আপন ধর্ম্মধাম নির্ম্মাণ করিলেন, উচ্চ শিখরের ন্যায়, পৃথিবীর ন্যায়, যাহা তিনি চিরতরে স্থাপন করিয়াছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী69 তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন, স্বর্গের মত, পৃথিবীর মত, যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন। অধ্যায় দেখুন |
ইস্রায়েলের যে সমস্ত লোক একসঙ্গে জড়ো হয়েছিল রাজা দায়ূদ তাদের বললেন, “ঈশ্বর যদিও আমার পুত্র শলোমনকে বেছে নিয়েছেন, ও এখনও তরুণ। এই কাজের মতো যথোপযুক্ত অভিজ্ঞতা বা বিচারবুদ্ধি ওর হয়নি। তবে এই কাজটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা কোনো মানুষের বসতি বাড়ি তৈরির ব্যাপার নয়। এটা স্বয়ং প্রভু ঈশ্বরের জন্য।