গীত 78:35 - পবিত্র বাইবেল35 তখন এইসব লোকরা স্মরণ করবে যে ঈশ্বরই ছিলেন তাদের শিলা। ওরা তখন মনে করবে যে পরাৎপরই একমাত্র ওদের মুক্তিদাতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 তাদের স্মরণ হল, আল্লাহ্ তাদের শৈল, সর্বশক্তিমান তাদের মুক্তিদাতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তারা মনে রাখল যে ঈশ্বর তাদের শৈল, যে পরাৎপর ঈশ্বর তাদের মুক্তিদাতা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তারা স্মরণ করল, ঈশ্বরই তাদের আশ্রয়গিরি, পরাৎপর ঈশ্বরই তাদের উদ্ধারকর্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের শৈল, পরাৎপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেন এবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা। অধ্যায় দেখুন |