Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:33 - পবিত্র বাইবেল

33 তাই ওদের মূল্যহীন জীবনগুলোতে ঈশ্বর দুর্বিপাক এনে শেষ করে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 অতএব তিনি তাদের আয়ু অসারতায়, তাদের সমস্ত বছর বিহ্বলতায় শেষ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 তাই তিনি তাদের আয়ু ব্যর্থতায় আর তাদের বছর আতঙ্কে শেষ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 তাই তিনি তাদের জীবনকাল পর্যবসিত করলেন ব্যর্থতায়, পরিণত করলেন বিভীষিকায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 অতএব তিনি তাহাদের আয়ু অসারতায়, তাহাদের বৎসর সকল বিহ্বলতায়, শেষ করিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 অতএব তিনি তাদের আয়ুর সংখ্যা কমিয়ে দিলেন, তাদের বছরগুলি আতঙ্কে পূর্ণ হল।

অধ্যায় দেখুন কপি




গীত 78:33
13 ক্রস রেফারেন্স  

“আমি প্রভু এবং আমিই শপথ করছি, এই মন্দ লোকরা যারা একত্রে আমার বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি এই কাজগুলো করবো। তারা সকলেই এই মরুভূমিতে মারা যাবে।”


মরুভূমিতেই তোমরা মারা যাবে। 20 বছর অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক ব্যক্তি, যারা প্রত্যেকে আমার লোকদের একজন বলে গণ্য ছিল, তারা মারা যাবে। কারণ তোমরা আমার বিরুদ্ধে অর্থাৎ‌ প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলে।


সব কিছুই অর্থহীন, উপদেশক বলেছেন সবই সময়ের অপচয়।


সবই এত অর্থহীন! তাই উপদেশকের মতে সবই অসার, সবই সময়ের অপচয়!


ইয়োব বললেন, “আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং সমস্যায় পূর্ণ।


“‘তোমাদের সন্তানরা 40 বছর ধরে মরুভূমিতে মেষপালক হয়ে থাকবে। তোমাদের অবিশ্বস্ততার জন্য তারা শাস্তি ভোগ করবে। তারা অবশ্যই এই কষ্ট ভোগ করবে যতক্ষণ পর্যন্ত না তোমরা সবাই মরুভূমিতে মারা যাচ্ছো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন