গীত 78:31 - পবিত্র বাইবেল31 অতএব, খাবার যখন তাদের মুখের মধ্যে তখনও ছিল তখন ঈশ্বর ওইসব লোকের ওপর প্রচণ্ড ক্ষুদ্ধ হলেন এবং ওদের অনেককে মেরে ফেললেন। ঈশ্বর বহু স্বাস্থ্যবান তরুণের মৃত্যুর কারণ হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তখন তাদের বিরুদ্ধে আল্লাহ্র ক্রোধ উঠলো, তা তাদের হৃষ্টপুষ্টদেরকে সংহার করলো, ইসরাইলের যুবকদেরকে সংহার করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জ্বলে উঠল; তাদের মধ্যে সবচেয়ে শক্তপোক্ত লোকদেরও তিনি হত্যা করলেন, ইস্রায়েলের যুবকদের আঘাত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে যারা বলবান তাদের সংহার করলেন তিনি, ইসরায়েলের সেরা লোকদের করলেন নিপাতিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তখন তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের কোপ উঠিল, তাহা তাহাদের হৃষ্টপুষ্টগণকে সংহার করিল, ইস্রায়েলের যুবকগণকে পাড়িয়া ফেলিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 ঠিক সেই দিনের, ঈশ্বরের ক্রোধ তাদের আক্রমণ করল এবং তাদের শক্তিশালীদের মেরে ফেলল; তিনি ইস্রায়েলের যুবকদেরও মেরে ফেললেন। অধ্যায় দেখুন |