Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:21 - পবিত্র বাইবেল

21-22 আমি অত্যন্ত নির্বোধ ছিলাম। আমি দুষ্ট ও ধনী লোকদের কথা ভাবতাম এবং ক্লেশগ্রস্ত হয়ে পড়তাম। হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম! আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 কারণ আমার অন্তর শোকাভিভূত হল, আমার অন্তর বিদ্ধ হল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল আর আমার আত্মা তিক্ত হয়েছিল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 আমার হৃদয় ভরে গিয়েছিল তিক্ততায়, মর্মে মর্মে আহত হয়েছিলাম আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 কারণ আমার চিত্ত তাপিত হইল, আমার মর্ম্ম বিদ্ধ হইল;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 কারণ আমার হৃদয় দুঃখীত হল এবং আমি গভীরভাবে আহত হয়েছি;

অধ্যায় দেখুন কপি




গীত 73:21
5 ক্রস রেফারেন্স  

প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর। মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হয়ো না। দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না।


ঈশ্বরের তীরন্দাজ সৈন্যরা আমার চারদিকে ঘুরছে। তিনি আমার বৃক্কে তীর ছুঁড়ছেন। তিনি আমাকে কোন দয়া দেখান না। তিনি আমার পিত্তকে মাটিতে ফেলে দেন।


আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন। তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন।


আমি দেখেছি ঐসব দুষ্ট লোকরা কৃতকার্য হয়েছে এবং তা দেখে ঐসব উদ্ধত লোকদের প্রতি আমি ঈর্ষা করেছিলাম।


দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না। যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হয়ো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন