গীত 71:6 - পবিত্র বাইবেল6 এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি। সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 মাতৃগর্ভ থেকে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর থেকে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি; তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ। আমি চিরকাল তোমার প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সারাটি জীবন আমি করেছি নির্ভর তোমারই উপর, আমার জন্মলগ্ন থেকেই তুমি সুরক্ষা করেছ আমায়, মাতৃগর্ভ থেকে তুমিই আমাকে করেছ নিষ্ক্রান্ত, তাই আমি নিয়ত তোমারই জয়গান গাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 গর্ভ থেকেই তোমার উপরেই আমার আশ্রয়; মায়ের জঠর থেকেই তুমিই আমাকে নিয়েছ; আমি সবদিন তোমারই প্রশংসা করি। অধ্যায় দেখুন |