গীত 7:2 - পবিত্র বাইবেল2 যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মত অসহায় হয়ে পড়ব। তারা আমাকে টেনে নিয়ে যাবে। আমাকে রক্ষা করার কেউ থাকবে না! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 পাছে দুশমন সিংহের মত আমার প্রাণ ছিন্নভিন্ন করে, খণ্ড খণ্ড করে, যখন রক্ষাকারী কেউ নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নতুবা তারা সিংহের মতো আমাকে ছিঁড়ে ফেলবে আর খণ্ডবিখণ্ড করবে এবং আমাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়, চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পাছে [শত্রু] সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 অথবা তারা আমাকে, সিংহের মত ছিঁড়ে ফেলবে, টুকরো টুকরো করবে, কেউ আমাকে নিরাপদে আনতে পারবে না। অধ্যায় দেখুন |
লয়িশের লোকরা এমন কাউকে পেল না যে তাদের রক্ষা করতে পারবে। তারা সীদোন শহর থেকে অনেক দূরে ছিল, সুতরাং সিদোনীয়রা তাদের রক্ষা করতে ছুটে আসতে পারে নি। অরাম শহরের লোকদের সঙ্গে তাদের কোন ভাল সম্পর্ক ছিল না তাই সেখান থেকেও তারা কোন সাহায্য পেল না। লয়িশ শহরটা ছিল বৈৎ-রহোব শহরের কাছে একটা উপত্যকায়। দানের লোকরা সেখানে একটা নতুন বসতি স্থাপন করে সেই জায়গাটাকেই তারা নিজেদের দেশ বলে গড়ে তুলল।