গীত 69:29 - পবিত্র বাইবেল29 আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ। ঈশ্বর আমায় টেনে তুলুন; আমায় রক্ষা করুন! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কিন্তু আমি দুঃখী ও ব্যথিত, হে আল্লাহ্, তোমার উদ্ধার আমাকে রক্ষা করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 কিন্তু আমি পীড়িত, আর ব্যথায় আছি— হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে রক্ষা করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 আমি ব্যথিত, জর্জরিত হতাশায়, হে ঈশ্বর, উদ্ধার কর, নিশ্চিন্ত নিরাপত্তা দাও আমায়! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কিন্তু আমি দুঃখী ও ব্যথিত, হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে উন্নত করুক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 কিন্তু আমি দুঃখী ও ব্যথিত, ঈশ্বর তোমার পরিত্রান আমাকে উন্নত করুক। অধ্যায় দেখুন |