গীত 68:19 - পবিত্র বাইবেল19 প্রভুর প্রশংসা কর! দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন। ঈশ্বর আমাদের রক্ষা করেন! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 মাবুদ ধন্য হোন, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; আল্লাহ্ হলেন আমাদের উদ্ধার। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক, যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ধন্য প্রভু, যিনি দিনের পর দিন বহন করে চলেছেন আমাদের সমস্ত ভার, তিনিই ঈশ্বর, আমাদের পরিত্রাতা। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেলা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রান। সেলা অধ্যায় দেখুন |