গীত 63:3 - পবিত্র বাইবেল3 আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম। আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কারণ তোমার অটল মহব্বত জীবন হতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমার মুখ তোমার মহিমা করবে, কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 জীবনের চেয়েও শ্রেয় তোমার অবিচল প্রেম, তাই আমার ওষ্ঠাধর গাইবে তোমার জয়গান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 কারণ তোমার নিয়মের বিশ্বস্ততা আমার জীবন থেকেও উত্তম, আমার ঠোঁট তোমার প্রশংসা করবে। অধ্যায় দেখুন |
তোমাদের বুঝতে কষ্ট হয় বলে এই বিষয়টি দৈনন্দিন জীবনের এই দৃষ্টান্ত দ্বারা বোঝাতে চাইছি। তোমরা তোমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পাপের দাসত্বে ও মন্দের মধ্যে সঁপে দিয়েছিলে, ফলে তোমরা কেবল মন্দ উদ্দেশ্যেই জীবন যাপন করতে। সেইভাবে এখন তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার দাসরূপে সঁপে দাও; তাহলে তোমরা ঈশ্বরে সমর্পিত পবিত্র জীবন যাপন করবে।