গীত 6:4 - পবিত্র বাইবেল4 প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন। আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে মাবুদ ফিরে এসো, আমার প্রাণ রক্ষা কর, তোমার অটল মহব্বতের গুণে আমাকে উদ্ধার কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো; তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে প্রভু, ফিরে চাও বাঁচাও আমার প্রাণ! তোমার অবিচল প্রেমের দোহাই উদ্ধার কর আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ফিরে এস, সদাপ্রভুু, আমার প্রাণ উদ্ধার কর। তোমার চুক্তির বিশ্বস্ততার জন্য আমাকে রক্ষা কর। অধ্যায় দেখুন |