গীত 58:5 - পবিত্র বাইবেল5 গোখুরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না। ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যে সাপুড়েদের স্বর শোনে না, নিপুণ মন্ত্রপাঠকের স্বর শোনে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে যতই তারা দক্ষতার সঙ্গে বাজাক না কেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যে সাপ শুনতে পায় না সাপুড়ের কণ্ঠস্বর নিপুণ ওঝার মন্ত্রপাঠও যাদের হয় না কর্ণগোচর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যে সাপুড়েদের স্বর শুনে না, নিপুন মন্ত্রপাঠকের স্বর শুনে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যে মায়াবীদের স্বরে মনোযোগ দেয় না, তারা কেমন দক্ষ সেটা কোনো বিষয় না। অধ্যায় দেখুন |