গীত 56:7 - পবিত্র বাইবেল7 ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায় করে দিন। হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন। আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অধর্মের দ্বারা তারা কি বাঁচবে? হে আল্লাহ্, ক্রোধে জাতিদেরকে নিপাত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না; হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 ওদের অন্যায় আচরণের সমুচিত দণ্ড দাও তুমি, হে ঈশ্বর, তোমার দুর্বার ক্রোধে উৎপাটিত কর ওদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অধর্ম্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 পাপের দ্বারা তারা কি বাঁচবে? হে ঈশ্বর, তোমার রাগের দ্বারা জাতিদেরকে ধ্বংস কর। অধ্যায় দেখুন |