Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 50:11 - পবিত্র বাইবেল

11 উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি। পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি, মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পর্বতমালার সব পাখি আমার পরিচিত, আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 আকাশের পক্ষীকুল, এ বিশ্ব চরাচরের যা কিছু–সকলই আমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমি পর্ব্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্ত্তী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার।

অধ্যায় দেখুন কপি




গীত 50:11
11 ক্রস রেফারেন্স  

আকাশের পাখীদের দিকে একবার তাকাও, দেখ, তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকে আরও মূল্যবান নও?


কাকদের বিষয় চিন্তা কর, তারা বীজও বোনে না বা ফসলও কাটে না। তাদের কোন গুদাম বা গোলাঘর নেই, তবু ঈশ্বরই তাদের আহার যোগান। এইসব পাখিদের থেকে তোমরা কত অধিক মূল্যবান!


অরণ্যের বন্য পশুরা এসে খাও!


ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন। ঈশ্বর নবীন পাখীদের আহার দেন।


জলের ধারে বুনো পাখিরা বাস করতে আসে, কাছাকাছি গাছের ডালে বসে তারা গান গায়।


যখন দাঁড় কাকের ছানারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য চিৎকার করে এবং নিরন্ন হয়ে ঘুরতে থাকে, তখন কে দাঁড় কাকদের খেতে দেয়?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন