Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 48:8 - পবিত্র বাইবেল

8 হ্যাঁ, আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি। আমরা আমাদের ঈশ্বরের নগরে এবং আমাদের সর্বশক্তিমান প্রভুর নগরে তা ঘটতেও দেখেছি। ঈশ্বর সেই নগরকে চিরদিনের জন্য দৃঢ় রাখবেন!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আমরা যা শুনেছিলাম, তা দেখেছি বাহিনীগণের মাবুদের নগরে, আমাদের আল্লাহ্‌র নগরে; আল্লাহ্‌ তা চিরকালের জন্য সুস্থির করবেন। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমরা যেমন শুনেছি, সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে, আমাদের ঈশ্বরের নগরীতে তেমন দেখেছি: ঈশ্বর চিরকাল তাকে সুরক্ষিত রাখেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমরা শুনেছি ঈশ্বরের মহান কীর্তির কথা, স্বচক্ষে আজ দেখেছি সে কীর্তি আমাদের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নগরীতে। জেনেছি, তিনি তাঁর নগরীকে নিরাপদে রাখবেন চিরকাল। সেলা

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমরা যাহা শুনিয়াছিলাম, তাহা দেখিয়াছি, বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে; ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। সেলা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমরা যেমন শুনেছিলাম, তাই আমরা বাহিনীদের সদাপ্রভুুর শহর দেখলাম, আমাদের ঈশ্বরের শহর; ঈশ্বর এটি চিরদিনের র জন্য স্থাপন করবেন। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 48:8
11 ক্রস রেফারেন্স  

যারা সিয়োনে জন্মেছে, তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন। পরাৎ‌‌পর এই নগর নির্মাণ করেছেন।


আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর আর এই পাথরের ওপরেই আমি আমার মণ্ডলী গেঁথে তুলব। মৃত্যুর কোন শক্তি তার ওপর জয়লাভ করতে পারবে না।


শেষের দিনগুলোতে, প্রভুর মন্দিরের পর্বতটি অন্য আর সমস্ত পর্বতের চেয়ে উঁচু হয়ে উঠবে। প্রবাহের মত সেখানে অনেক লোক যেতে থাকবে।


সেই শহরে ঈশ্বর আছেন, তাই কোনদিন তা ধ্বংস হবে না। সূর্যোদয়ের আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন।


শেষের দিনগুলিতে, প্রভুর মন্দিরের পর্বতকে সকল পর্বতের মধ্যে শীর্ষস্থানীয় করা হবে এবং ওটিকে সমস্ত পর্বত থেকে উচ্চতর করা হবে। এবং সমস্ত দেশগুলি থেকে লোকরা সেখানে নিয়মিতভাবে প্রবাহের মত যাবে।


লোকরা যারা আজ আমার মত বেঁচে আছে, তারাই আপনার প্রশংসা করে। একজন পিতার তার সন্তানদের বলা উচিৎ‌ যে আপনার প্রতি আস্থা রাখা যায়।


ইস্রায়েলের রাজা অহসিয় তখন নিজের কিছু নাবিককে যিহোশাফটের জাহাজে তাঁর নাবিকদের সঙ্গে কাজ করার জন্য পাঠাতে চেয়েছিলেন। কিন্তু যিহোশাফট অহসিয়ের এই সাহায্য প্রত্যাখ্যান করেছিলেন।


তোমার দাঁড়ীরা তোমাকে গভীর সমুদ্রে নিয়ে গেছে। কিন্তু প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রেই তোমার জাহাজ ধ্বংস হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন