গীত 44:25 - পবিত্র বাইবেল25 আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ধূলোতে উদর ঠেকিয়ে আমরা পড়ে আছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আমাদের প্রাণ ধুলোতে অবনত; উপুড় হয়ে মাটিতে শুয়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমরা আজ ধূলায় অবলুণ্ঠিত ধরাশায়ী হয়েছি আমরা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কারণ আমার প্রাণ ধূলোতে অবনত হয়েছে, আমাদের শরীর ভূমিতে আটকে আছে। অধ্যায় দেখুন |
এখন আমি আমার ক্রোধ ব্যবহার করব যারা তোমাদের আঘাত করেছিল, তাদের ওপর। আঘাত করব তাদের ওপর যারা তোমাদের হত্যা করার চেষ্টা করেছিল। তারা তোমাদের বলেছিল, ‘আমাদের সামনে মাথা নত কর এবং আমরা তোমাদের মাথার ওপর দিয়ে হেঁটে যাব।’ তারা তোমাদের মাথা নত করতে বাধ্য করেছিল। তারপর তারা তোমাদের পিঠের ওপর দিয়ে ময়লার মতো হেঁটে গিয়েছিল। তোমরা তাদের পায়ে হাঁটা পথের মতো ছিলে।”