গীত 37:26 - পবিত্র বাইবেল26 একজন সৎ লোক মুক্ত হাতে অন্যকে দেয়। সৎ লোকদের সন্তানরা আশীর্বাদের মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সেসব দিন রহম করে ও ধার দেয়, তার বংশ দোয়া পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে, তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সারা জীবন সে দান করে, ঋণ দেয় অকাতরে, তার সন্তানেরা হয় আশিস্স্বরূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়, তাহার বংশ আশীর্ব্বাদ পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সে সমস্ত দিন করুণা করে এবং ধার দেয় এবং তার সন্তানরা আশীর্বাদ পায়। অধ্যায় দেখুন |