গীত 36:12 - পবিত্র বাইবেল12 ওদের কবরের ফলকে লিখে দিন, “এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে। ওদের ধ্বংস করা হয়েছে। আর কোনদিন ওরা জাগবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 ঐ যে দুর্বৃত্তরা পড়ে গেল; অধঃস্থানে নিক্ষিপ্ত হল, আর উঠতে পারবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 দেখো, অনিষ্টকারীদের দল লুটিয়ে পড়েছে ভূমিতে পতিত হয়েছে, তাদের উঠে দাঁড়ানোর শক্তি নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 ঐ দেখ, অধর্মাচারীদের দল হয়েছে ভূপাতিত। নিপাতত ওরা, আর কোনদিন ওঠার ক্ষমতা হবে না ওদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ঐ যে অধর্ম্মাচারিগণ পতিত হইল; অধঃক্ষিপ্ত হইল, আর উঠিতে পারিবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 ওখানে দুষ্টরা পতিত হয়েছে; তারা নিচে নিক্ষিপ্ত হলো এবং উঠতে সক্ষম হলো না। অধ্যায় দেখুন |