গীত 34:21 - পবিত্র বাইবেল21 দুষ্ট লোকদের শয়তানি তাদের ক্রমশঃ ধ্বংস করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 নাফরমানী দুর্জনকে সংহার করবে, ধার্মিকের বিদ্বেষীরা দোষীকৃত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে; ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 দুষ্কর্মেই দুর্জনের বিনাশ, ধর্মনিষ্ঠের প্রতি বিদ্বেষী যারা,তাদের দণ্ড অনিবার্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 দুষ্টতা দুর্জ্জনকে সংহার করিবে, ধার্ম্মিকের বিদ্বেষিগণ দোষীকৃত হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 মন্দ দুষ্টদের হত্যা করবে, যারা ধার্ম্মিকদের ঘৃণা করে তারা নিন্দিত হবে। অধ্যায় দেখুন |