গীত 31:3 - পবিত্র বাইবেল3 ঈশ্বর, আপনিই আমার শিলা; তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; তাই তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখিয়ে গমন করাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যেহেতু তুমি আমার শৈল ও উচ্চদুর্গ, তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 কারণ তুমিই আমার আশ্রয়গিরি, তুমিই দুর্গ আমার, তোমার নামের মাহাত্ম্যে আমায় পথ দেখাও, চালনা কর আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 কারণ তুমি আমার শৈল এবং আমার দূর্গ; তাই তোমার নামের জন্য, পরিচালনা কর এবং পথ প্রদর্শক হও। অধ্যায় দেখুন |