গীত 24:6 - পবিত্র বাইবেল6 সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে। তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 এই তাঁর অন্বেষণকারীদের বংশ; এরা তোমার মুখের অন্বেষণকারী, হে ইয়াকুবের আল্লাহ্। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এমন মানুষই ঈশ্বরের অন্বেষণ করে, নির্ভর করে যাকোবের আরাধ্য ঈশ্বরের উপর। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এই তাঁহার অন্বেষণকারীদের বংশ; ইহারা তোমার মুখের অন্বেষী, হে যাকোবের [ঈশ্বর]। সেলা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 এরা এমন লোক যারা তাঁর খোঁজ করে, যারা যাকোবের ঈশ্বরের মুখ অন্বেষণ করে। সেলা। অধ্যায় দেখুন |
তাই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা বিশ্বাসের ফলেই লাভ হয়, যেন তা অনুগ্রহের দান হিসাবে গ্রহণ করা হয়। এইভাবে অব্রাহামের সব বংশধরদের জন্য সেই প্রতিজ্ঞা দৃঢ়ভাবে রয়েছে। যাদের বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছে কেবল তাদের জন্যই সেই প্রতিজ্ঞা রয়েছে তা নয়, কিন্তু তাদের জন্যও সেই প্রতিজ্ঞা রয়েছে যাদের অব্রাহামের মতো বিশ্বাস রয়েছে। এই প্রতিশ্রুতি তাদেরই জন্য যারা অব্রাহামের মত বিশ্বাসে চলে। অব্রাহাম আমাদের সকলেরই পিতা।