গীত 22:17 - পবিত্র বাইবেল17 আমি আমার হাড়গুলো পর্যন্ত দেখতে পাচ্ছি। লোকজন আমার দিকে চেয়ে রয়েছে! তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি আমার সমস্ত অস্থি গণনা করতে পারি; ওরা আমার প্রতি দৃষ্টিপাত করে, চেয়ে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমি আমার সব হাড় গুনতে পারি; লোকেরা আমার দিকে দেখে ও কৌতুকের দৃষ্টিতে চেয়ে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অস্থিসার হয়েছে আমার দেহ, তারা চেয়ে আছে আমার দিকে হিংস্র উল্লাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি; উহারা আমার প্রতি দৃষ্টি করে, চাহিয়া থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমি আমার সব হাড়গুলি গুনতে পারি; তারা আমার দিকে দৃষ্টি করে তাকিয়ে আছে; অধ্যায় দেখুন |