গীত 18:42 - পবিত্র বাইবেল42 আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি। তারা ধূলোর মত বাতাসে উড়ে গিয়েছিল। আমি তাদের একেবারে খণ্ড বিখণ্ড করে ছেড়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 তখন আমি তাদেরকে বায়ুচালিত ধূলিকণার মত চূর্ণ করলাম; পথের কাদার মত ফেলে দিলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 বাতাসে ওড়া ধুলোর মতো আমি তাদের চূর্ণ করি; রাস্তার কাদার মতো আমি তাদের পদদলিত করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 আমি চূর্ণ করি তাদের বাতাসের মুখে উড়ে যাওয়া তূষের মত। পদানত করি পথের কাদার মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম; পথের কর্দ্দমের ন্যায় ফেলিয়া দিলাম; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 আমি চূর্ণ করি তাদের বাতাসের মুখে উড়ে যাওয়ার তূষের মত; আমি তাদের রাস্তায় কাদার মত ছুঁড়ে ফেলে দিলাম। অধ্যায় দেখুন |