গীত 18:30 - পবিত্র বাইবেল30 ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে। যারা তাঁর ওপর বিশ্বাস রাখে, তিনি তাদের রক্ষা করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তিনিই আল্লাহ্, তাঁর পথ সিদ্ধ; মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ; যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের সকলের ঢাল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ: সদাপ্রভুর বাক্য নিখুঁত; যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তুমিই ঈশ্বর, সুমহান তোমার কীর্তিরাজি অবিচল তুমি প্রতিশ্রুতি রক্ষায়, শরণাগতকে তুমি আড়াল করে থাক ঢালের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ; তিনি নিজ শরণাগত সকলের ঢাল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 ঈশ্বর হিসাবে, তাঁর পথ নিখুঁত। সদাপ্রভুু বাক্য শুদ্ধ! যারা তাঁর উপর নির্ভর করে তিনি তাদের ঢাল। অধ্যায় দেখুন |