গীত 18:17 - পবিত্র বাইবেল17 আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিলো। ওই সব লোক আমায় ঘৃণা করেছে। আমার কাছে আমার শত্রুরা বেশ শক্তিশালীই ছিল, তাই ঈশ্বর আমায় রক্ষা করেছেন! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তিনি আমাকে উদ্ধার করলেন আমার বলবান দুশমন থেকে, আমার বিদ্বেষীদের থেকে, কেননা তারা আমার চেয়ে শক্তিমান ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন, যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা ছিল আমার চেয়ে শক্তিমান, তাই প্রবল প্রতিপক্ষের কবল থেকে, আমার বিদ্বেষীদের গ্রাস থেকে রক্ষা করলেন তিনি আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষিগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমার শক্তিশালী শত্রু কাছ থেকে তিনি আমাকে উদ্ধার করলেন, যারা আমাকে ঘৃণা করেছে, কারণ তারা আমার থেকে খুব শক্তিশালী। অধ্যায় দেখুন |