গীত 17:4 - পবিত্র বাইবেল4 আপনার নির্দেশ পালন করতে গিয়ে, মানুষের পক্ষে যতখানি কঠিন প্রচেষ্টা সম্ভব, তা আমি করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মানুষ যে সব কাজ করে তা না করে, তোমার মুখের কালামের সাহায্যে, আমি দুর্জনের পথ থেকে সাবধান হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল, তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমার বিধান আমি করেছি পালন, হিংসার পথ করেছি পরিত্যাগ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মনুষ্যের কার্য্য সম্বন্ধে, তোমার ওষ্ঠাধরের বাক্যে, আমি দুর্জ্জনের পথ হইতে সাবধান হইয়াছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 মানুষের কাজের বিষয়ে, তোমার মুখের বাক্যে, আমি নিজেকে অনাচারের পথ থেকে সাবধান করেছি। অধ্যায় দেখুন |