গীত 144:4 - পবিত্র বাইবেল4 একজন লোকের জীবন বাতাসের ফুত্কারের মত। একজন মানুষের জীবন চলমান ছায়ার মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মানুষ তো নিশ্বাস মাত্র, তার আয়ু ছায়ার মত, যা চলে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মানুষ নিঃশ্বাসের মতো; তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মানুষ যেন ক্ষণিকের নিঃশ্বাস, তার জীবনকাল বিলীয়মান ছায়ার মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মনুষ্য নিঃশ্বাসের তুল্য, তাহার আয়ু ছায়ার সদৃশ, যাহা চলিয়া যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 মানুষ নিঃশ্বাসের মত, তার আয়ু ছায়ার মত চলে যায়। অধ্যায় দেখুন |
আমরা প্রত্যেকেই একদিন না একদিন মরব। আমরা প্রত্যেকেই মাটিতে ফেলে দেওয়া জলের মত হব। সেই জলকে কেউই পুনরায় মাটি থেকে তুলে আনতে পারে না। আপনি জানেন ঈশ্বর মানুষকে ক্ষমা করেন। যারা নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়, ঈশ্বর তাদের জন্য পরিকল্পনা করেছিলেন। ঈশ্বর তাঁর কাছ থেকে পালিয়ে যাবার জন্য কাউকে বাধ্য করেন না।