গীত 144:1 - পবিত্র বাইবেল1 প্রভু আমার শিলা, আমার নিরাপদ স্থান; প্রভুর প্রশংসা কর! প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 মাবুদ ধন্য হোন, তিনি আমার শৈল; তিনিই আমার হাতকে যুদ্ধ শিক্ষা দেন, আমার আঙ্গুলগুলোকে যুদ্ধ করতে শিক্ষা দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল; তিনি আমার হাতকে যুদ্ধ শেখান, আমার আঙুলকে সংগ্রাম শেখান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ধন্য প্রভু পরমেশ্বর আমার শৈল, আমার রক্ষক, তিনিই আমার হস্তদ্বয়কে শিখিয়েছেন যুদ্ধের কৌশল, প্রতিটি আঙ্গুলিতে দিয়েছেন রণনিপুণতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ধন্য সদাপ্রভু, আমার শৈল, তিনিই আমার হস্তকে যুদ্ধ শিখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 ধন্য সদাপ্রভুু, আমার শৈল, যিনি আমার হাতকে যুদ্ধ শেখান এবং আমার আঙ্গুলগুলো যুদ্ধের জন্য। অধ্যায় দেখুন |