গীত 139:3 - পবিত্র বাইবেল3 প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন। আমি যা করি তার সবই আপনি জানেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক, আমার সমস্ত পথ ভালভাবে জান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি; আমার চলার সব পথ তোমার পরিচিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমার চলার পথ ও বিশ্রামের স্থান তুমি অনুসন্ধান করে থাক, তুমি লক্ষ্য কর আমার সকল গতিবিধি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তুমি আমার পথ লক্ষ্য করেছ এবং কখন আমি শুই; তুমি আমার সব পথ ভাল করে জান। অধ্যায় দেখুন |