গীত 137:5 - পবিত্র বাইবেল5 জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে যেন আমি বাজনা বাজাতে ভুলে যাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই, আমার ডান হাতও আমাকে ভুলে যাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 আমি যদি তোমায় ভুলে যাই হে জেরুশালেম, তবে নিষ্ক্রিয় হোক আমার হাত আর যেন বাজাতে না পারি বীণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত [কৌশল] ভুলিয়া যাউক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যিরুশালেম, যদি আমি তোমাকে মনে করতে অস্বীকার করি, আমার ডান হাত কৌশল ভুলে যাক। অধ্যায় দেখুন |