Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 135:18 - পবিত্র বাইবেল

18 যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে যে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তাদের নির্মাতা ও উপাসক–— সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যারা তাদের তৈরী করেন, তারাও যেমন যারা তাদের বিশ্বাস করে তারাও তেমন।

অধ্যায় দেখুন কপি




গীত 135:18
6 ক্রস রেফারেন্স  

অন্য দেশের সমস্ত লোকরা হল নির্বোধ। তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্ত্তিসমূহ থেকে। তাদের দেবতারা হল শুধুমাত্র কাঠের মূর্ত্তি।


যে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?


লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে। ওরা ওদের “দেবতার” বড়াই করে। কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে। ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে।


এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁর মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়।


কিন্তু কেউ কেউ আমাকে মেনে চলা বন্ধ করেছে। ঐসব লোকদের সোনায় বাঁধানো মূর্ত্তি আছে। তারা ঐসব মূর্ত্তিদের বলে, ‘তোমরাই আমাদের দেবতা।’ যে লোকরা তাদের মূর্ত্তিগুলিতে আস্থা রাখে, তারা মুখ ফিরিয়ে নেবে এবং লজ্জা পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন