Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 127:4 - পবিত্র বাইবেল

4 একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যেমন বীরের হাতে বাণগুলো, তেমনি যৌবনের সন্তানেরা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যেমন বীরযোদ্ধার হাতে তির তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যৌবনের সন্তান যেন যোদ্ধার হাতের শরজালের মতই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যেমন সৈনিকের হাতে বান, সেরকম যৌবনের সন্তানরা।

অধ্যায় দেখুন কপি




গীত 127:4
4 ক্রস রেফারেন্স  

পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব।


তার সন্তানরা তার প্রশংসা করে, তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,


আমি উত্তরের অনেক জাতিকে একত্রিত করব। এই মিলিত জাতির দল বাবিলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হবে। উত্তর দিকের লোকরাই বাবিলের দখল নেবে। ঐ সব জাতির লোকরা বাবিলের দিকে অনেক তীর ছুঁড়বে। ঐ সব তীরগুলি যুদ্ধক্ষেত্র থেকে খালি হাতে ফিরে না আসা সৈন্যদের মতো হবে। অর্থাৎ‌ প্রতিটি তীরই তার লক্ষ্যবস্তুকে আঘাত করবে।


সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন