গীত 127:2 - পবিত্র বাইবেল2 জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়। ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর, তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 বৃথাই তোমরা খুব সকালে ওঠো আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো, অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো— কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 বৃথাই তোমরা প্রত্যূষে ওঠ, শয়ন কর বিলম্বে, পরিশ্রম কর অন্ন সংস্থানের জন্য, তিনি তাঁর প্রীতিভাজনদের সব প্রয়োজনই পূরণ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 বৃথাই তোমরা প্রত্যূষে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর, তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 এটা বৃথা যদি তোমরা ভোরে উঠ, দেরীতে বাড়ি আস অথবা পরিশ্রমের খাবার খাও কারণ সদাপ্রভু তাঁর প্রিয়পাত্রকে ঘুমের মধ্যে এইরকম দেন। অধ্যায় দেখুন |