গীত 120:5 - পবিত্র বাইবেল5 তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন। এটা যেন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হায় হায়, আমি মেশকে প্রবাস করছি, কায়দারের তাঁবুগুলোর কাছে বাস করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হায়, তোমাদের সাথে বসতি আমার এ যেন মেশেক অথবা কেদরবাসীর শিবিরে আমার প্রবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম। অধ্যায় দেখুন |