গীত 120:4 - পবিত্র বাইবেল4 সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বীরের ধারালো তীরগুলো, ও রোতম কাঠের জলন্ত কয়লা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সৈনিকের তীক্ষ্ণ শরজালে বেষ্টিত হবে তুমি, দগ্ধ হবে জ্বলন্ত অঙ্গার রাশির দহনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে। অধ্যায় দেখুন |