গীত 119:41 - পবিত্র বাইবেল41 প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 আমার প্রতি তোমার অটল মহব্বত বর্তুক, হে মাবুদ, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার উদ্ধার বর্তুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম, আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম বর্ষিত হোক আমার উপর, উদ্ধার কর আমাকে পূর্ণ হোক তোমার প্রতিশ্রুতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 আমার প্রতি তোমার দয়া বর্ত্তুক, হে সদাপ্রভু, তোমার বচনানুসারে তোমার পরিত্রাণ বর্ত্তুক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও। অধ্যায় দেখুন |