Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:35 - পবিত্র বাইবেল

35 হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন। জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 তোমার নির্দেশিত পথে আমাকে গমন করাও, কারণ তাতেই আমার প্রীতি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 চালাও আমায় তোমার নির্দেশিত পথে সে পথেই আমার পরম আনন্দ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 তোমার আজ্ঞা-পথে আমাকে গমন করাও, কারণ তাহাতেই আমার প্রীতি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।

অধ্যায় দেখুন কপি




গীত 119:35
19 ক্রস রেফারেন্স  

তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন। তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন।


হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান। আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।


হ্যাঁ, ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করছেন; ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেইসব কাজ কর, যা ঈশ্বরকে সন্তুষ্ট করে।


আমি তোমাকে প্রজ্ঞা বা জ্ঞান সম্পর্কে বোঝাচ্ছি। আমি তোমাকে সৎ‌ পথে নিয়ে যাচ্ছি।


ঈশ্বরকে ভালবাসার অর্থই হচ্ছে তাঁর আদেশ পালন করা; আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়।


আমার অন্তর ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভালবাসে।


আমি ধর্মের পথে চলি। আমি ন্যায় বিচারের পথ ধরে চলি।


প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন। যে সব আশ্চর্য কার্য আপনি করেছেন তা আমায় বলতে দিন।


আমি আপনার বিধিসমুহ উপভোগ করি। আপনার বাক্য আমি ভুলবো না।


প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন, “আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। আমি তোমাদের সেই সব জিনিষ শেখাই যা সহায়ক। তোমাদের যে পথে যাওয়া উচিৎ‌ সেই পথের আমি নেতৃত্ব দেব।


বহু দেশের লোক সেখানে যাবে। তারা বলবে, “চল, আমরা সবাই প্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের উপাসনাগৃহে উঠি। তারপর তিনি আমাদের তাঁর জীবনযাপনের পথ শেখাবেন এবং আমরা জীবনের সেই পথ অনুসরণ করব।” ঈশ্বরের বিধি, প্রভুর বার্তাসমূহ জেরুশালেমের সিয়োন পর্বত থেকে শুরু হবে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।


ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্যোদয়ের আলোর মত। দুপুরে সে তার পূর্ণদীপ্তি পাওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়।


জ্ঞানী লোকরা শান্তিপূর্ণ, সুখী জীবনযাপন করে।


আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো। তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন।


কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন।


একজন সৎ‌ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে। সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন