গীত 119:148 - পবিত্র বাইবেল148 আপনার কথা অধ্যয়নের জন্য আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস148 আমার চোখ সমস্ত রাত উন্মীলিত ছিল, যেন তোমার প্রতিজ্ঞাগুলো ধ্যান করতে পারি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ148 সারারাত আমি চোখ খুলে জেগে থাকি, যেন তোমার প্রতিশ্রুতিতে আমি ধ্যান করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)148 বিনিদ্র নয়নে কাটাই আমি নিশীথের প্রহরগুলি, ধ্যান করি শুধু তোমার প্রতিশ্রুতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)148 আমার চক্ষু রাত্রিযামের পূর্ব্বে উন্মীলিত ছিল, যেন তোমার বচন ধ্যান করিতে পারি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী148 আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি। অধ্যায় দেখুন |
ওঠ! রাত্রে চিৎকার করে কাঁদ। রাত্রের প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদ! তোমার হৃদয়কে জলের মত ঢেলে দাও! প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও! প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধর। তাঁকে বল তোমার ছেলেমেয়েদের যেন বাঁচিয়ে রাখেন। তাঁকে বল তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন। শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে।