Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:127 - পবিত্র বাইবেল

127 প্রভু আপনার বিধিগুলোকে আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

127 সেজন্য আমি তোমার হুকুমগুলো ভালবাসি, সোনা থেকে, খাঁটি সোনা থেকেও তা ভালবাসি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

127 সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

127 সোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও আমি ভালবাসি তোমার সকল নির্দেশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

127 তজ্জন্য আমি তোমার আজ্ঞা সকল ভালবাসি, স্বর্ণ হইতে, নির্ম্মল স্বর্ণ হইতেও ভালবাসি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

127 সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি, সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:127
9 ক্রস রেফারেন্স  

প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান। তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি।


জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশী। বিচক্ষণতার মূল্য রূপোর চেয়েও বেশী।


জ্ঞান, দূর্মূল্য মুক্তার চেয়েও দামী। মানুষের অভীষ্ট কোন বস্তুই তার সমকক্ষ নয়।


ঈশ্বরের সমস্ত লোকের মধ্যে আমি নিতান্ত নগন্য; কিন্তু ঈশ্বর আমাকে এক বরদান করেছেন যেন আমি অইহুদীদের কাছে খ্রীষ্টেতে যে ধারণাতীত সম্পদ আছে তা সুসমাচারের মাধ্যমে তাদের জানাই। সেই সম্পদ এত অগাধ যে সম্পূর্ণভাবে তা বুঝতে পারা যায় না।


প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর। তারা 1000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম।


আমি যে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি।


হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি এবং ওগুলোতে আমি আনন্দ পাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন