গীত 109:17 - পবিত্র বাইবেল17 ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত। তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন। ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক্। তাই ওর ভালো হতে দেবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো; দোয়া করতে তার ভাল লাগতো না, তাই সে তা থেকে দূরে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সে অভিশাপ দিতে ভালোবাসত— তা যেন তার দিকেই ফিরে আসে। আশীর্বাদ দানে তার ইচ্ছা ছিল না— তা যেন তার কাছ থেকে দূরে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অভিশাপ দিতে সে ভালবাসত তাই অভিশাপ নেমে আসুক তার উপর, আশীর্বাদ দানে সে বিমুখ ছিল তাই সে নিজেও বঞ্চিত হোক আশীর্বাদ থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল; আশীর্ব্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 সে অভিশাপ দিতে ভালবাসত, সেটাই তারই ওপর আসল। সে আশীর্বাদ করতে ঘৃণা করত; তার ওপর যেন আশীর্বাদ না আসুক। অধ্যায় দেখুন |