Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:11 - পবিত্র বাইবেল

11 আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়। আমার শত্রু যে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 মহাজন তার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 এক পাওনাদার তার সর্বস্ব কেড়ে নিক, অচেনা লোকেরা তার শ্রমের ফল লুট করে নিক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 পাওনাদার মহাজন দখল করুক তার সর্বস্ব, বিদেশীরা লুঠ করে নিক তার শ্রমের ফসল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 মহাজন তাহার সর্ব্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 মহাজন তার সবকিছু নিয়ে নিক; অন্য লোকেরা লুট করুক যা তার উপার্জন।

অধ্যায় দেখুন কপি




গীত 109:11
7 ক্রস রেফারেন্স  

ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল। কাঁটাঝোপের মধ্যে যে শস্য গজিয়ে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল। তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল।


মন্দ লোকরা তাদের লাভের অংশ ফিরিয়ে দিতে বাধ্য হবে। তারা যার জন্য পরিশ্রম করেছে, তাদের তা উপভোগ করতে দেওয়া হবে না।


দিনের আলোয় হাতড়ে হাতড়ে অন্ধ লোকের মত তোমাদের পথ চলতে হবে। তোমরা যা কিছু কর তাতে অসফল হবে। বার বার লোক তোমাদের আঘাত করবে এবং তোমাদের জিনিস চুরি করে নেবে। আর তোমাদের রক্ষা করার কেউ থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন