গীত 106:7 - পবিত্র বাইবেল7 হে প্রভু, মিশরে আপনি যে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি। তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি। লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমাদের পূর্বপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য সমস্ত কাজ বুঝল না, তোমার বহু অটল মহব্বত স্মরণ করলো না, বরং সমুদ্রতীরে, লোহিত সাগরে, সর্বশক্তিমানের বিরুদ্ধাচরণ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল, তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি, তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি, বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমাদের পিতৃপুরুষেরা পারেনি বুঝতে মিশরে তোমার অলৌকিক ক্রিয়ার মর্ম, স্মরণে রাখেনি তোমার বহুবিচিত্র করুণার কথা, পরিবর্তে বিদ্রোহ ঘোষণা করল তারা লোহিত সাগরতীরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমাদের পিতৃপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল বুঝিল না, তোমার বহু দয়া স্মরণ করিল না, বরং সমুদ্রতীরে, সূফ-সাগরে, বিরুদ্ধাচরণ করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আমাদের মিশরে তোমার পূর্বপুরুষরা আশ্চর্য্য কাজ সব বোঝেনি; তারা তোমার কাজের বিশ্বস্ত বিধি অগ্রাহ্য করল তারা সমুদ্রতীরে, লোহিত সাগরে, তারা বিদ্রোহ করল। অধ্যায় দেখুন |