গীত 104:21 - পবিত্র বাইবেল21 আক্রমণের সময় সিংহ গর্জন করে ওঠে, ঈশ্বর যে খাদ্য তাদের দেন তা যেন তারা গর্জন করে চাইতে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যুবসিংহরা শিকারের চেষ্টায় গর্জন করে, আল্লাহ্র কাছে তাদের খাদ্য খোঁজ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে আর ঈশ্বরের কাছ থেকে তাদের খাবার খোঁজে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তরুণ কেশরী শিকারের জন্য গর্জন করে, ঈশ্বরের কাছেই তারা চায় তাদের খাদ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যুবসিংহগণ মৃগের চেষ্টায় গর্জ্জন করে, ঈশ্বরের কাছে তাহাদের খাদ্য অন্বেষণ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যুবসিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে এবং ঈশ্বরের কাছে তাদের খাদ্য খোঁজ করে। অধ্যায় দেখুন |
প্রভু আমাকে বলেছিলেন, “একটা সিংহ অথবা সিংহশাবক যখন কোন পশুকে খাবার জন্য ধরে সে তখন তার শিকারের ওপর দাঁড়ায় ও গর্জন করে। তখন কোন কিছুই সিংহটিকে ভয় দেখাতে পারে না। যদি মানুষ আসে এবং চেষ্টাও করে সিংহটি ভীত হয় না। মানুষ যথেষ্ট হল্লা জুড়তে পারে। কিন্তু সিংহ পালায় না।” একইভাবে সর্বশক্তিমান প্রভু আসবেন সিয়োন পর্বতে। পর্বতের ওপর প্রভু যুদ্ধ করবেন।