Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 102:5 - পবিত্র বাইবেল

5 দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আমার জোরে জোরে কোঁকানোর দরুন আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আমার দুর্দশায় আমি আর্তনাদ করি আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দীর্ঘশ্বাস ও আর্তনাদে অস্থিচর্মসার হয়েছে আমার দেহ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমার হাহাকার শব্দ প্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমার ক্রমাগত কান্নাতে, আমি রোগা হয়ে গেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 102:5
10 ক্রস রেফারেন্স  

“আমি এতই শীর্ণ হয়েছি যে আমার হাড়ে আমার চামড়া ঝুলছে। খুবই সামান্য জীবন আমাতে অবশিষ্ট আছে।


কিন্তু এখন তাদের মুখ ঝুলের থেকেও কালো। রাস্তায় বার হলে কেউ তাদের চিনতে পর্যন্ত পারে না। তাদের চামড়াগুলি হাড়ের ওপর ঝুলছে এবং কাঠের মত শুকিয়ে গেছে।


আনন্দ হল একটি ভালো ওষুধের মত। কিন্তু দুঃখ হল অসুস্থতার মত।


মন্দ লোকরা, তোমরা চলে যাও। কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন।


হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি। আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে।


বছরের পর বছর এই ঘটনা ঘটত। যখনই ইল‌্কানা তার পরিবারের সঙ্গে শীলোয় প্রভুর গৃহে উপাসনা করতে যেত, পনিন্না হান্নাকে বিরক্ত করত। একদিন ইল‌্কানা সবাইকে যখন বলির ভাগ দিচ্ছিল, হান্না মনের দুঃখে কেঁদে ফেলল। সে কিছুই খেল না।


মানুষের জীবন ফুলের মত। সে তাড়াতাড়ি বড় হয় এবং তারপর মারা যায়। মানুষের জীবন একটা ছায়ার মত যা অল্পক্ষণের জন্য এখানে থাকে এবং তারপর আবার চলে যায়।


সকালে ঘাসগুলো জন্মায় এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন