গীত 102:14 - পবিত্র বাইবেল14 আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে। এই শহরের ধূলোকে পর্যন্ত তারা ভালোবাসে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যেহেতু তোমার গোলামেরা এর প্রস্তরে প্রীত, এর ধূলিকণার প্রতি কৃপা করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কারণ তোমার সেবকেরা তার প্রাচীরের প্রত্যেকটি পাথর ভালোবাসে; এমনকি তার ধুলোর প্রতি যত্ন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমার সেবকদের কাছে সিয়োনের পাথরগুলিও প্রিয়, এর ধূলিকণার প্রতিও রয়েছে তাদের গভীর মমতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যেহেতু তোমার দাসগণ তাহার প্রস্তরে প্রীত, তাহার ধূলির প্রতি কৃপা করিতেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কারণ তোমার দাসেরা তাঁর পাথরে প্রিয় এবং তাঁর ধ্বংসের ধূলোর জন্য সমবেদনা অনুভব করে। অধ্যায় দেখুন |
একইভাবে, প্রভু সিয়োনের ওপরও কৃপা করবেন। সিয়োন ও তার লোকদের তিনি আরাম দেবেন। তিনি সিয়োনের জন্য মহান কাজ করবেন। প্রভু মরুভূমির পরিবর্তন করবেন। মরুভূমি এদনের বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। সিয়োনের জমি ছিল পরিত্যক্ত কিন্তু তা প্রভুর বাগানের মত হয়ে উঠবে। সেখানকার লোকরা সুখী, খুব সুখী হবে। তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তারা ধন্যবাদ ও জয়সূচক গান গাইবে।