গালাতীয় 5:14 - পবিত্র বাইবেল14 যেহেতু সমস্ত বিধি-ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায়: “তোমার প্রতিবেশীকে নিজের মত করে ভালবাস।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যেহেতু সমস্ত শরীয়ত মিলিয়ে এই একটি কথায় বলা হয়েছে, যথা, “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে: “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কারণ সমগ্র বিধিব্যবস্থা এই একটি কথাতে বিধৃত হয়েছে: ‘তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যেহেতুক সমস্ত ব্যবস্থা এই একটী বচনে পূর্ণ হইয়াছে, যথা, “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কারণ সমস্ত ব্যবস্থা এই একটি বাণীতে পূর্ণ হয়েছে, তা, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।” অধ্যায় দেখুন |