গালাতীয় 3:25 - পবিত্র বাইবেল25 এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে, তখন আমরা আর বিধি-ব্যবস্থার অধীন নই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কিন্তু যখন থেকে ঈমান আসলো সেই থেকে আমরা আর পরিচালক গোলামের অধীন নই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 এখন সেই বিশ্বাসের আগমন হওয়ায়, আমরা আর বিধানের তত্ত্বাবধানে নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 কিন্তু এবার যখন বিশ্বাসের শুরু হয়েছে তখন আমরা পথপ্রদর্শকের অধীন নই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নহি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কিন্তু যে অবধি বিশ্বাস আসল, সেই অবধি আমরা আর পরিচালকের অধীন নই। অধ্যায় দেখুন |