গালাতীয় 2:8 - পবিত্র বাইবেল8 ইহুদীদের জন্য প্রেরিতের কাজ করতে ঈশ্বর পিতরকে ক্ষমতা দিয়েছিলেন, তিনিই আবার আমাকেও প্রেরিতের কাজ করবার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু যারা ইহুদী নয় তাদের জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 কারণ খৎনা-করানো লোকদের কাছে প্রৈরেতিক-কাজের জন্য যিনি পিতরের মধ্য দিয়ে কাজ করলেন, তিনি অ-ইহুদীদের জন্য আমার মধ্য দিয়েও কাজ করলেন— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কারণ যে ঈশ্বরের প্রেরণায় পিতর হয়েছেন ইহুদীদের জন্য ভারপ্রাপ্ত প্রেরিতশিষ্য, সেই প্রেরণাতেই আমিও অইহুদীদের জন্য প্রেরিতশিষ্য হবার দায়িত্ব পেয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কারণ ছিন্নত্বক্দের কাছে প্রেরিতত্বকর্ম্মের নিমিত্তে যিনি পিতরে কার্য্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমাতেও কার্য্য সাধন করিলেন— অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 কারণ ছিন্নত্বকদের কাছে প্রেরিতত্ত্বের জন্য ঈশ্বর পিতরের কাজ সম্পন্ন করলেন, তেমনি তিনি অইহূদিদের জন্য আমার মাধ্যমে কাজ সম্পন্ন করলেন। অধ্যায় দেখুন |